Posts

Showing posts from April, 2020

বাউফলে করোনা রোগী ১০,, মৃত্যু ১',,বন্ধু হবে?

Image
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসে আক্রান্ত হালিম বক্স (৪৯) মারা গেছেন। সে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী গ্রামের মৃত হাসান এলাহি বক্সের পুত্র। আজ বৃহস্পতিবার বেলা সারে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৤ তবে রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তী হবার পরে ১জন ডাক্তার ১ মিনিটের জন্যও চিকিৎস্যা সেবা দিতে আসেনি।  উপজেলার কালিশুরী ইউপির চা বিক্রতে হালিম বক্স জর ও শ্বাস কস্ট নিয়ে ১৪ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।  ওই সময় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে ২৪ এপ্রিল তার করোনা পজেটিভ আসে।  উপজেলা নির্বাহী অফিসার  জাকির হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশেনা অনুযায়ী গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে। তার বসত বাড়িটি সপ্তাহ আগে লকডাউন করা হয়েছে। বাড়িতে অবস্থানকৃত স্ত্রী কন্যা ও তিন পুত্রের জন্য উপজেলা প্রশাসন থেকে খাবারের ব্যবস্থা চলমান আছে।   উল্ল্যেখ্য, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৯৩ জন নারি পুরুষের নমুনা সংগ্রহ করে আইইডিস

বাকেরগঞ্জের এসিল্যান্ড তারিকুল মনিটরিং করছেনচাল বিতরন,,বন্ধু হবে?

Image
২৮.০৪.২০২০ রোজ মঙ্গলবার করোনা ভাইরাসের জন্য কর্মহীন নিম্ন আয়ের সাধারণ মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ ও এম এস এর চাল বিতরণ কার্যক্রম মনিটরিং করেন মোঃ তরিকুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট , বাকেরগঞ্জ। তিনি বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার মধ্যে বাকেরগঞ্জ সরকারি কলেজ,জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সিনেমা হল চৌরাস্তা সহ মোট ০৩ টি স্থানে এ কার্যক্রম মনিটরিং করেন । এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া সহ সাংবাদিকবৃন্দ। বাকেরগঞ্জ পৌরসভার ০৯ টি ওয়ার্ডে মোট ১৮০০ জনকে এ বিশেষ ও এম এস কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যের ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে ।এছাড়া এ উপজেলার ১৪ টি ইউনিয়নে ভিজিএফ মৎস্য এর চাল,টি আর, কাবিখার চাল , খাদ্য বান্ধব চাল , শিশু খাদ্য সহ অন্যান্য মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান আছে। চাল বিতরণে তদারকি প্রসংগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী ,নিম্ন আয়ের কর্মহীন মানুষদের জন্য মাত্র ১০ টাকায় চাল কেনার সুযোগ করে দিয়েছেন সুতরাং এ চাল নিয়ে কোন নয়

করোনায় কেড়ে নিলো আরো ৮ জনের প্রান,, নতুন আক্রান্ত ৬৪১-বন্ধু হবে?

Image
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৩ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৭ হাজার ৩০১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫০ জন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন ঢাকার। অন্য দুজন ঢাকার বাইরের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, দুজন নারী রয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা। প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চএবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের

৩০ এপ্রিল বা ৫ মে আঘাত হানতে পারে ঘুর্নিঝড়, 'আম্ফান'

Image
করোনার মধ্যেই নতুন আতঙ্ক তৈরি করেছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। এপ্রিলের শেষ বা মে’র একেবারে শুরুতে বঙ্গোপসাগরে হাজির হতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোথায় আছড়ে পড়বে; তা জানা যায়নি। বৈশ্বিক আবহাওয়াবিষয়ক সংস্থা আকু আবহাওয়া বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নিম্নচাপটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, ৩০ এপ্রিল থেকে ৫ মের মধ্যে এর প্রভাব থাকবে। ২ মের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর সেটি হলে এর আগাম নাম ঠিক করা আছে ‘আম্ফান’। তবে মৌসুমি বায়ু আসার আগের এই সময়ে কোনো নিম্নচাপ খুব বেশি শক্তি সঞ্চয় করতে পারে না। তবে এর সঙ্গে প্রচুর মেঘ তৈরি হয়। ফলে এর প্রভাব যতটা না বাতাস বইবে, তার চেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশি। তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা মনে করছেন, আপাতত নিম্নচাপটির মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। তবে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি।

কোয়ারেন্টিনের নামে মানবেতর জীবন, এসপির নির্দেশে উদ্ধার

Image
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কছমার হাওর থেকে ১৭ পরিবারের ৬০ সদস্যকে উদ্ধার করে যার যার ঘরে পাঠানো হয়। ছবি : এনটিভি আওয়ামী লীগের এক নেতার নির্দেশে নির্জন হাওরে ঝুপড়িঘর তুলে ১৭টি পরিবারের ৬০ সদস্যকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল। বিষয়টি জেলা পুলিশ সুপারের (এসপি) নজরে এলে তাঁর নির্দেশে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিজেদের ঘরে ফিরে গেছেন ওই ৬০ জন। গতকাল মঙ্গলবার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কছমার হাওর থেকে তাঁদের উদ্ধার করা হয়। জানা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার পোশাক কারখানা, কলকারখানা ও বাসাবাড়িতে কাজ করতেন ওই ১৭টি পরিবারের ৬০ সদস্য। করোনাভাইরাসের কারণে গার্মেন্ট কর্তৃপক্ষ ও বাসার মালিকরা তাঁদের ছুটি দিয়ে দেয়। ছুটি পেয়ে গত ১৩ ও ১৪ এপ্রিল তাঁরা বাড়িতে চলে আসেন। বাড়ি আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক সরকারের নির্দেশে এলাকাবাসী ওই পরিবারগুলোকে নির্জন  ‘ কছমার ’  হাওরের মধ্যে টিন ও বন ছন দিয়ে ঝুপড়িঘর তৈরি করে কোয়ারেন্টিনে রাখে।  কোয়ারেন্টিনে থাকা কৃষ্ণ দাস বলেন,  ‘ প্রায় ১৩ দিন ধর